Fatih : The Ruler of The World


Sultan Mehmet II যাকে Fatih বা বিজয়ী বলে সমগ্র পৃথিবীতে চেনা যায়। বিশ্বের এক সময়ের মহাশক্তি উসমানীয় সম্রাজ্যের  শাসকদের মধ্যে তিনি অন্যতম।

জীবনের প্রতি স্তরেই তিনি নিজেকে প্রমান করেছেন। তাদের মধ্যে ১২ বছর বয়সে প্রথমবার সিংহাসনে আহরন, পরবর্তীতে তাকে উত্তোলন করা হলে পুনরায় পিতার মৃত্যুর পর সুলতান হিসেবে নিজের পরিচয় গড়ে তোলা ইত্যাদি রয়েছে।

মাত্র ২১ বছর বয়সে ১৪৫৩ সালে তিনি ইউরোপের মহাশক্তি Eastern Roman Empire (Byzantine Empire) এর রাজধানী Constantinople জয় করে Fatih বা বিজয়ী উপাধিতে ভূষিত হন। আর Byzantium এর পতন ঘটানোর মাধ্যমে Ottoman Sultanate-কে তিনি Empire বা সম্রাজ্যে পরিনত করেন। 

The entry of Sultan Mehmed II into Constantinople,
painting by Fautso Zonaro


অত:পর তিনি ক্রমে তার বিজয় খেতাব বড় করতে থাকেন একে একে Serbia, Morea, Trebizond, Bosnia, Central Anatolia, Albania সহ Italy এর কাছাকাছি পর্যন্ত সম্রাজ্যের বিস্তার করেন। তাকে ইতিহাসের নানা গ্রন্থে নানা নামে ডাকা হয়েছে। 

Mehmed's Fetihname
 (Declaration of conquest) after the Battle of Otlukbeli
Mehmed II's ahidnâme to the Catholic monks of the recently conquered Bosnia issued in 1463, granting them full religious freedom and protection

কখনো তাকে ইউরোপে মুসলিমদের ইগল বলা হয়েছে, কখনো তাকে সিংহ বলে আখ্যা দেওয়া হয়েছে। কেউ কেউ তাকে বিজয়ীদের পিতাও বলেছেন। 

A Bronze Medal of Mehmed II the Conqueror by Bertoldo di Giovanni, 1480

৩৪তম রোমানিয়ার প্রধানমন্ত্রী এবং ইতিহাসবিদ Nicolae logra বলেছেন "গ্রীকদের কাছে Fatih ছিলেন Besileus, স্লাভিক এবং রুশদের কাছে ছিলেন Tsar, ইউরোপীয়দের কাছে Emperor বা সম্রাট, পারস্যে তাকে Melik, তুর্কিদের কাছে মহান Han, মঙ্গলীয়দের কাছে Khagan এবং মুসলিমদের কাছে Sultan উপাধিতে পরিচিত ছিলেন।"

Besileus - এটি অধিকাংশ গ্রীক সম্রাটদের উপাধি।Tsar - এটি রুশ ও বিভিন্ন স্লাভিক শাসকদের উপাধি। Melik - পারস্য ও নানা আরবী শাসকদের উপাধি। Han - এর অর্থ শাসক যা তুর্কি শাসকদের উপাধি। Khagan- মঙ্গোলীয় শাসকদের উপাধি।                     

এছাড়াও Byzantium এর পতনের পর সে নিজেকে পূর্ব রোমের Caesar বলে ঘোষণা করেন। 

তিনি বিশ্বের সকল সম্রাট এবং শাসকের নিকট শাসক উপাধি পাওয়ায় অধিক ইতিহাসবিদ তাকে তৎকালীন সময়ের সমস্ত পৃথিবীর শাসক বলে আখ্যা দিয়েছেন। 


Source :

1. Buyuk Turk : Sultan Fatih Mehmed, by Nicolae logra