From Philippos Andreou Schleswig-Holstein-Sonderberg-Glücksburg To Philip Mountbatten..

 



Prince Philip,Duke of Edinburgh আমাদের সকলের পরিচিত একজন ব্যক্তি যিনি সবচেয়ে বেশি Queen Elizabeth II-এর স্বামী বলে পরিচিত ছিলেন।এছাড়াও তিনি মহান ব্রিটিশ সম্রাজ্যের Royal Navy এর জেনেরাল হিসেবে জীবন অতিবাহিত করেছেন। তবে তার এই পর্যন্তের যাত্রা এতটা সহজ ছিল না। তার অসংখ্য ত্যাগ করতে হয়েছিল উক্ত মর্যাদা পেতে। আজ তারই এক বড় অংশ নিয়ে আলোচনা করছি।


prince philip & his mother Princess alice

Prince philip, Prince Andrew of Greece & Denmark,
Princess alice and prince philip's sisters.


Prince Philip, একজন ব্রিটিশ রাজবংশের সদস্য হওয়ার পূর্বে তিনি ছিলেন মহান হেলেনিক গ্রীক রাজ বংশের একজন প্রিন্স। আর তার জন্মের সময় তার নাম গ্রীক রাজবংশের ধারা অনুযায়ী Philippos Andreou Schleswig-Holstein-Sonderberg-Glücksburg রাখা হয়। তার মা ছিলেন সম্ভ্রান্ত Battenburg পরিবারের Princess Alice এবং বাবা ছিলেন Prince Andrew of Greece and Denmark. অর্থাৎ তিনি দেহে একই সঙ্গে ডেনমার্ক এবং গ্রীসের রাজবংশের রক্ত বহন করছিলেন। 


Little Prince Philip on traditional Hellenic Greek Outfit.


১৯২২ সালে Turkish-Greek যুদ্ধের পর তার পরিবারকে অপসারন করা হলে, ১৮ মাসের Philip কে নিয়ে তার পরিবার গ্রীস ত্যাগ করে চলে যায় ফ্রান্সে। অত:পর ফ্রান্স, জার্মান এবং সর্বশেষে যুক্তরাজ্যে থেকে পড়াশুনা করে ১৯৩৯ সালে ১৮ বছর বয়সে সে British Royal Navy-তে যোগদান করেন। আর তখনই তার সাথে প্রথম ১৩ বছরের Princess Elizabeth (Now Queen Elizabeth II) এর সাথে প্রথম সাক্ষাৎ হয়। আর ক্রমে তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। 


Young Philip Reading book on a royal navy boat.


রাজ পরিবার ও দেশের প্রতি তার একের পর এক সততা এবং সফলতা দেখে ১৯৪৬ সালে তৎকালীন ব্রিটিশ রাজা King George VI তার জ্যেষ্ঠ কন্যা Elizabeth এর সঙ্গে তাকে বিয়ের অনুমতি দেন। তবে এই অনুমতি পাওয়া যতটা সহজ ছিল পরবর্তী ধাপগুলো ততটা সহজ ছিল না। 

১৯৪৭ সালে তাদের বাগদানের ঘোষণার পূর্বে তাকে দেওয়া হয় জীবনের বড় একটি সিদ্ধান্ত। ভবিষ্যৎ রানী এবং বর্তমান প্রিন্সেস Elizabeth-কে বিয়ে করতে হলে তাকে অবশ্যই হতে হবে একজন ব্রিটিশ নাগরিক। আর ব্রিটিশ নাগরিকত্ব প্রাপ্তিতে তাকে অবশ্যই তার নামের সাথে জরিত অন্য সকল রাজ বংশের ধারা ত্যাগ করে গ্রহন করতে হবে স্বাভাবিক কোনো ব্রিটিশ বংশের নাম। এই সিদ্ধান্ত তার জন্য খুব বড় হলেও বুদ্ধিমত্তার সাথে তিনি তার নামের সঙ্গে জড়িত তার পূর্ববর্তী জীবনের স্মৃতিকে ত্যাগ করে, গ্রহন করেন Mountbatten বংশের নাম। যা ছিল তার মা-এর দিক থেকে আত্মীয় বংশ। সেই থেকে তিনি Philip Prince of Greece and Denmark থেকে হয়ে উঠলেন Philip Mountbatten. পরবর্তীতে বিয়ের পর সে Prince উপাধি এবং Duke of Edinburgh পদে নিযুক্ত হন। 

Prince Philip on British Royal Attire

আর এভাবেই Philippos Andreou Schleswig-Holstein-Sonderberg-Glücksburg, Prince Of Denmark and Greece থেকে সে Prince Philip, Duke of Edinburgh হয়ে ওঠেন।


Source : 

1. Prince Philip : The Turbulent Early Life of The man Who married Queen Elizabeth II ; Book by Philip Eade  (2011).

2. Royal Family name